জনগণের ম্যান্ডেট ছাড়াই সরকার দুটি আইন পাশ করতে চাইছে: মির্জা ফখরুল

শুক্রবার,

২৮ নভেম্বর ২০২৫,

১৪ অগ্রাহায়ণ ১৪৩২

শুক্রবার,

২৮ নভেম্বর ২০২৫,

১৪ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

জনগণের ম্যান্ডেট ছাড়াই সরকার দুটি আইন পাশ করতে চাইছে: মির্জা ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৫, ২৮ নভেম্বর ২০২৫

আপডেট: ২২:২৮, ২৮ নভেম্বর ২০২৫

Google News
জনগণের ম্যান্ডেট ছাড়াই সরকার দুটি আইন পাশ করতে চাইছে: মির্জা ফখরুল

বর্তমান অন্তর্বর্তী সরকার তাড়াহুড়ো করে দুটি আইন পাশ করতে চাইছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার,২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি, তাড়াহুড়ো করে দুটি আইন বর্তমান অন্তর্বর্তী সরকার পাশ করাতে চাইছেন। একটি সংশোধিত পুলিশ কমিশন আইন, অন্যটি এনজিও-সংক্রান্ত আইন।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি, নির্বাচনের পূর্বে এ আইনগুলো পাশ করার পেছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে।

তিনি বলেন,‘জনগণের ম্যান্ডেট ছাড়াই তড়িঘড়ি করে এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাশ করা সমীচীন হবে না। আমরা মনে করি, উপরোক্ত বিষয়ে আইনগুলো পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মধ্য দিয়ে প্রণয়ন করা সঠিক হবে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের