২০ দল নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

সোমবার,

০৮ ডিসেম্বর ২০২৫,

২৪ অগ্রাহায়ণ ১৪৩২

সোমবার,

০৮ ডিসেম্বর ২০২৫,

২৪ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

২০ দল নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২০, ৮ ডিসেম্বর ২০২৫

Google News
২০ দল নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টি (জাপা) এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টির (জেপি) নেতৃত্বে ২০ দলের জোট আত্মপ্রকাশ করেছে। নতুন এ দলের নাম জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইমানুয়েলন্স পার্টি সেন্টারে দলটি আত্মপ্রকাশ করে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। নিবন্ধিত ও অনিবন্ধিত ২০টি দল এই ফ্রন্টে আছে।

অন্য দলগুলো হলো: জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবারপার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ।

জাতীয় পার্টির মহাসচিব ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মুখপাত্র এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ ব্যতীত এদেশের সংস্কার লেখা যাবে না। সব দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে।’

জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘অন্তর্বর্তী সরকার জাতীয় রাজনৈতিক সংকট সমাধান না করে, শুধু নির্বাচন দিয়েই পার পেতে চায়। এমন করলে কি রক্তারক্তি থামবে? আমাদের দাবি, বৈষম্যবিহীন ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের