
নানা নাটকীয়তার পর এবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ হচ্ছে রাজধানীর েকলাবাগানের আলোচিত সেই তেঁতুলতলা মাঠে। থানা ভবন নির্মাণ কাজ বন্ধ হওয়ার পর সম্মিলিতভাবে এ উদ্যোগ নিয়েছে এলাকাবাসী। ইতোমধ্যে নামাজের জন্য মাঠ প্রায় প্রস্তুত হয়ে গেছে। আগামীকাল মঙ্গলবার সকাল ৮টায় এখানে জামায়াত অনুষ্ঠিত হবে।
সরেজমিনে দেখা যায়, মাঠটি প্রস্তুত করতে এলাকার কয়েকজন মুরুব্বি তদারকি করছেন। ছামিয়ানা টাঙানোর জন্য মাঠটিতে বসানো হয়েছে বাঁশের অবকাঠামো। শুধু ছামিয়ানা জড়িয়ে এবং ইমামের মিম্বার বানালেই সব প্রস্তুতি সম্পন্ন হবে।
করোনার কারণে মাঠটিতে দুই বছর বন্ধ ছিল ঈদের জামাত। এবার এখানে থানা ভবন নির্মাণ হলে আর কখনোই এখানে ঈদের জামাত হতো না।
ঈদ জামাত সংশ্লিষ্ট মসজিদ কমিটির দায়িত্বশীল একেএম কামরুজ্জামান বলেন, মাঠটি যে শিশুদের জন্য উন্মুক্ত করা হয়েছে, তাতেই আমরা অনেক খুশি। সবকিছুর পরেও আমরা এ মাঠে ঈদের জামাত আদায় করবো এজন্য শুকরিয়া।
রেডিওটুডে নিউজ/এমএস