
ফাইল ছবি
মুসলিম জাহানের পথপ্রদর্শক ও নবীজি ( সাঃ ) নামাজের ক্ষেত্রে বিভিন্ন ওয়াক্তে সুনির্দিষ্ট কিছু সূরা দিয়ে নামাজ পড়তেন। তার সুনির্দিষ্ট ওই সূরা গুলো দিয়ে নামাজ পড়া মুসলিম উম্মাদের জন্য সুন্নত।
চলুন আসি নামাজের সব সুন্নত কেরাত গুলো কি কি :
১. সফর কালীন অবস্থায় সুরা ফাতেহার পর যে কোন সূরা মিলিয়ে নামাজ পড়লেই চলবে। ফজর
ও জহর নামাজের সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত সূরা গুলোর মধ্য থেকে পড়া সুন্নাত।
মাগরিবের নামাজে সুরা জিলজাল থেকে সূরা নাস পর্যন্ত পড়া সুন্নাত।
আসর ও এশার নামাজের সূরা তারিক্ক থেকে সুরা বায়িনা পর্যন্ত সূরা গুলোর মধ্য থেকে পড়া সুন্নত।
২. জুমার দিন ফজরের নামাজে সূরা আদ দাহর ও সূরা আস - সাজদা পড়া সুন্নাত।
৩. নবীজি(সাঃ )প্রত্যেক ফরজ নামাজের প্রথম রাকাত লম্বা করতেন, দ্বিতীয় রাকাত অপেক্ষাকৃত প্রথম রাকাতের তুলনায় কম কেরাত পড়তেন।
৪. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের সুন্নত নামাজের প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন।
৫. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রায়ই জুমার নামাজে সুরা আলা ও সূরা গাশিয়া অথবা সূরা জুমা এবং মুনাফিকুন পড়তেন।
এছাড়াও নিজে নিজে কোন সূরা নামাজের ক্ষেত্রে নির্দিষ্ট করে নেয়া ইসলামী বিধানের পরিপন্থী। নবীজি (সাঃ )এর জানানো এই নিয়মে প্রত্যেক ওয়াক্ত নামাজের ক্ষেত্রে উক্ত কেরাত সমূহ দিয়ে নামাজ পড়া ইসলামিক শরীয়তে সুন্নাত।
মহান রাব্বুল আলামিন বিশ্বের সকল মুসলিম উম্মাহকে উক্ত সমূহ সুন্নত কেরাতের অনুসরণে নামাজ পড়ার তৌফিক দান করুন।
(আমিন )।
এস আর