বৃহস্পতিবার,

৩০ মার্চ ২০২৩,

১৬ চৈত্র ১৪২৯

বৃহস্পতিবার,

৩০ মার্চ ২০২৩,

১৬ চৈত্র ১৪২৯

Radio Today News
bangas biscuit

মহাজাগতিকের এক বিরল ঘটনা

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০৬, ২ ফেব্রুয়ারি ২০২৩

মহাজাগতিকের এক বিরল ঘটনা

সংগৃহিত ছবি

ক্যালিফোর্নিয়ায় পালোমার অবজারভেটরি সংস্থা একটি সমীক্ষা চালায় ২০২২ সালে । যেখানে সর্বপ্রথম খোঁজ মেলে একটি সবুজ রঙের ধুমকেতুর। জ্যোতির্বিজ্ঞানীরা এই ধুমকেতু টির নাম রেখেছে C/2022 E3 ( ZTF)। বর্তমানে এই  কমেট ধুমকেতু টি উত্তর আমেরিকায় চক্রাকার বস্তুর মত অবস্থান করছে।

সমীক্ষা অনুযায়ী ১ ফেব্রুয়ারি পৃথিবীর খুব কাছাকাছি আসতে চলেছে সবুজ রঙের এই ধূমকেতুটি। দুই থেকে ছয় ফেব্রুয়ারির মধ্যে চাঁদের আলো বৃদ্ধি পাবে। অনুমান করা হচ্ছে ধুমকেতু টি পৃথিবীর কাছাকাছি আসা পর্যন্ত চাঁদের আলো আরো উজ্জ্বল হতে থাকবে।

এবং ক্যামেলোপারডালিস নামক নক্ষত্র মন্ডল অতিক্রম করার পরে ফেব্রুয়ারির ৭ কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই ধুমকেতু টি বিবর্ণ হতে শুরু করবে।

রবার্ট মেসি যিনি হলেন রয়েল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ডেপুটি এক্সিকিউটিভ তিনি এই ধুমকেতু টির বিষয়ে জানান যে, ধূমকেতু টি অনেকটা ক্ষীণ হয়ে যাবে সূর্যের কাছাকাছি পৌঁছে গেলে এপ্রিলের মধ্যেই। ধুমকেতু টি পৃথিবীর পাশ কাটিয়ে অভ্যন্তরীণ সৌরজগৎ থেকে বেরিয়ে গেলে সম্ভবত আর কখনোই ফিরে আসবে না। তখন আর এটিকে টেলিস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যাবে না।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের