
ফাইল ছবি
দিনের ২য় ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম।
মেহেদী মারুফ দলের পক্ষে ওপেনার মেহেদী মারুফ ৪০ বলে ৫২ রান করেছেন । ২টি ছক্কা ও ৫টি চারের মার ছিল তার ইনিংসে। তবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর অধিনায়ক শুভাগত হোমের বিধ্বংসী ইনিংসের কল্যাণে ৬ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
শুভাগত হোম ২৯ বলে ৫৪ রানের ক্যামিও খেলেন। তার ইনিংসে ২টি ছক্কা ও ৩টি চারের মার ছিল।
সিলেট স্ট্রাইকারস বোলারদের পক্ষে ইমাদ সিয়াম দুইটি উইকেট শিকার করেছেন।
রেডিওটুডে নিউজ/এসবি