শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪,

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪,

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

সিরিজ নির্ধারণী ম্যাচে অধিনায়ককে পাচ্ছে না বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:১৩, ১১ নভেম্বর ২০২৪

Google News
সিরিজ নির্ধারণী ম্যাচে অধিনায়ককে পাচ্ছে না বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে আজ সোমবার সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। আগের দুই ম্যাচে দু’দলই একটি করে জয় পাওয়ায় শেষ ওয়ানডে ম্যাচটি সিরিজ জয়ের ম্যাচে পরিণত হয়েছে। এ ম্যাচে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পাচ্ছে না বাংলাদেশ। কুঁচকির চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে পড়ছেন নাজমুল।

সবশেষ ম্যাচে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক শান্ত। সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাট হাতে ১১৯ বলে ৭৬ রানের একটা ইনিংস খেলেছেন শান্ত। যা এই উইকেটে দারুণ কার্যকর। তার আগে প্রথম ওয়ানডেতেও ব্যাট হাতে নেতৃত্বে দিয়েছেন শান্ত। সেই ম্যাচে ৬৮ বলে ৪৭ রান আসে শান্তর ব্যাট থেকে। যতক্ষণ উইকেট ছিলেন শান্ত। দলকে ম্যাচে রেখেছিলেন। এরপর তিনি ফিরতেই ব্যাটিং ধস শুরু। বাংলাদেশ নাটকীয়ভাবে শেষ ২৩ রান করতে ৮ উইকেট হারিয়ে ম্যাচ হারে।

দ্বিতীয় ম্যাচে খেলাকালীন  কুঁচকিতে চোট লাগে শান্তর। গতকাল তার এমআরআই করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেছে আজ সকালে। শান্তর পরিবর্তে নেতৃত্ব আসতে পারেন মেহেদী হাসান মিরাজ। শান্তর অভাব ঘোচাতে একজন বাড়তি ব্যাটার দলে নিতে পারে টিম ম্যানেজমেন্ট৷ তবে সে যেই খেলুক, ঘুরে দাঁড়ানোর পর নিশ্চিতভাবেই এ ম্যাচ জিতে সিরিজ জয়ের ট্রফি নিয়ে দেশে ফিরতে চাইবে বাংলাদেশ। অবশ্য আফগানিস্তানও ছেড়ে কথা বলবে না। দু’দলের অতীত পরিসংখ্যান অবশ্য কিছুটা হলেও আশা জাগাচ্ছে বাংলাদেশকে।

ওয়ানডেতে ১৮ ম্যাচের ১১টিতেই জয় পেয়েছে বাংলাদেশ, হার ৭টিতে। তবে আলোচনাটা যখন দ্বিপক্ষীয় সিরিজের, তখন আবার জয়–পরাজয়ের ব্যবধান এত বেশি নয়। ১১ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৬টি, বাকি ৫টি জয় আফগানিস্তানের। সিরিজ জয় বাংলাদেশের বেশি, তবে সেখানেও ব্যবধান মাত্র ২–১–এর। এই ব্যবধানটা নিশ্চয় এবার বাড়িয়ে নিতে চাইবে নাজমুল শান্ত দল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের