নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ। বিয়ষটি নিয়ে কথা বলতে বাংলাদেশ সফরে এসেছেন আইসিসির প্রতিনিধি এন্ড্রু এফগ্রেড। গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে তার সঙ্গে বিশ্বকাপ ইস্যু নিয়ে বৈঠকে বসেছে বিসিবির প্রতিনিধি দল।
আইসিসি দুর্নীতি দমন বিভাগ ও নিরাপত্তা বিভাগের প্রধান এফগ্রেড। বিসিবির সঙ্গে বৈঠকের পর সরকারের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসবেন তিনি। জানা গেছে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলসহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে তার বৈঠক হবে।
আইসিসি থেকে বাংলাদেশের টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে কথা বলতে দু’জন প্রতিনিধি আসার কথা ছিল। ওই পরিকল্পনায় ধাক্কা খেয়েছে আইসিসি। ভিসা জটিলতায় একজনের বাংলাদেশে আসা হয়নি। আইসিসির ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ।
এর আগে আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে বিসিসিআই। এরপর দুই দেশের কূটনৈতিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিসিবি নিরাপত্তা শঙ্কার কথা বলে ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সরকারের উচ্চ মহলও জানিয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার কোন সম্ভাবনা নেই। বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আহ্বান করা হয়েছে।
তবে আইসিসি চায়, বাংলাদেশ পূর্বের সূচি অনুযায়ী ভারতেই ম্যাচ খেলুক। কারণ হিসেবে আইসিসি জানিয়েছে, বিশ্বকাপের সকল লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। এই মুহূর্তে বিশ্বকাপের ভেন্যুর পরিবর্তন করা সম্ভব নয়। মূলত বরফ গলাতেই বাংলাদেশে এসেছেন আইসিসির প্রতিনিধি।
রেডিওটুডে নিউজ/আনাম

