বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

কাতার বিশ্বকাপ-২০২২

কোয়ার্টার ফাইনালে উঠতে মরক্কোর সামনে স্পেন পরীক্ষা আজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:৪৭, ৭ ডিসেম্বর ২০২২

আপডেট: ০১:৪৮, ৭ ডিসেম্বর ২০২২

Google News
কোয়ার্টার ফাইনালে উঠতে মরক্কোর সামনে স্পেন পরীক্ষা আজ

সংগৃহিত ছবি

আজ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে স্পেনের মুখোমুখি হবে আফ্রিকার দেশ মরক্কো। প্রায় ৩৬ বছর পর শেষ ষোলোয়ে উঠা মরক্কোর সামনে এবার কঠিন প্রতিপক্ষ ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন।  

কাতার বিশ্বকাপে আফ্রিকার একমাত্র প্রতিনিধি হয়ে বিশ্বকাপে টিকে আছে মরক্কো। 

তবে স্প্যানিশ ফুটবলারদের কৌশলের সঙ্গে ভালোভাবেই পরিচিত মরক্কোর খেলোয়াড়রা। দলটির প্রধান তারকা খেলোয়াড় আশরাফ হাকিমির জন্মই মাদ্রিদে। পিএসজির এই তারকা উইংব্যাক রিয়াল মাদ্রিদেও খেলেছেন।

দলের স্ট্রাইকার ইউসেফ এন-নেসেরি খেলেন সেভিয়াতে, গোলরক্ষক ইয়াসিন বোনোও সেভিয়ার প্লেয়ার। স্প্যানিশদের তাই বেশ ভালোমতোই চেনেন তারা। এসব অভিজ্ঞতা দিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত আজ মরক্কো।

অন্যদিকে স্পেন যে মরক্কোকে সহজে ছাড় দিবে না, সেটি তো নিশ্চিত করেই বলা যায়। এটি মাথায় রেখে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ের প্রস্তুতি হিসেবে শিষ্যদের এক হাজার পেনাল্টি অনুশীলন করিয়েছেন স্পেনের কোচ লুইস এনরিখে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের