বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

কাতার বিশ্বকাপ-২০২২

মরক্কো-স্পেন, পরিসংখ্যানে এগিয়ে যারা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২:২৩, ৭ ডিসেম্বর ২০২২

Google News
মরক্কো-স্পেন, পরিসংখ্যানে এগিয়ে যারা

সংগৃহিত ছবি

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে চমক দেখানো মরক্কো নতুন রূপকথা লেখার আশায় আজ রাত ৯টায় কাতারের আল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হচ্ছে।

টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোন ম্যাচ না হেরেই গ্রুপ পর্বে টপে থেকে নক আউট নিশ্চিত করে মরক্কো। বেশ আত্নবিশ্বাস নিয়ে শেষ ষোলোর লড়াইয়ে নামবে আফ্রিকার দলটি। শেষ ষোলো টপকাতে পারলেই ইতিহাসে প্রথম বারের মত তারা যেতে পারবে কোয়ার্টার ফাইনালে। 

অসাধ্যকে সাধ্য করতে আজ মরক্কোর হারাতে হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। এখন পর্যন্ত দুই দল সব মিলিয়ে মোট তিনবার মাঠে লড়াই করেছে। যেখানে দুটি ম্যাচ জিতেছে স্পেন, আর একটি ড্র হয়েছে গত বিশ্বকাপের গ্রুপ পর্বে। ২০১০ সালের পর তারা প্রথমবার ২য় রাউন্ডের বাধা পেরোতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা। যদিও গ্রুপ পর্বের আত্নবিশ্বাস নিয়ে স্পেনকে হারাতে প্রস্তুত আশরাফ হাকিমির দল মরক্কো।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের