ম্যাচসেরার পুরস্কার জয়ের রেকর্ড গড়ে ভারতকে জেতালেন দিনেশ কার্তিক

মঙ্গলবার,

২৫ নভেম্বর ২০২৫,

১১ অগ্রাহায়ণ ১৪৩২

মঙ্গলবার,

২৫ নভেম্বর ২০২৫,

১১ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

ম্যাচসেরার পুরস্কার জয়ের রেকর্ড গড়ে ভারতকে জেতালেন দিনেশ কার্তিক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৫, ১৮ জুন ২০২২

Google News
ম্যাচসেরার পুরস্কার জয়ের রেকর্ড গড়ে ভারতকে জেতালেন দিনেশ কার্তিক

সংগৃহিত ছবি

ভারতের ইতিহাসের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়টা পেয়েছিল দীনেশ কার্তিকের ব্যাটে ভর করে। এরপর কেটে গেছে আরও ১৬টি বছর। ভারত দুই ফরম্যাটে দুই বার বিশ্বজয় করেছে। আইপিএল শিকড় গেড়ে রীতিমতো মহীরুহে পরিণত হতে চলেছে ক্রিকেটে। তবে একটা বিষয় বদলায়নি। সেটা হচ্ছে দীনেশ কার্তিকের চিরতারুণ্য। ‘চিরতরুণ’ কার্তিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে জ্বলে উঠলেন আবার। তার ব্যাটে ভর করে পাওয়া বড় পুঁজি ভারতীয় বোলাররা সামলেছেন দারুণভাবে। ৮২ রানের বিশাল জয় নিয়ে দলটি ২-২ সমতা ফিরিয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।
 
শুক্রবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াশ আইয়াররা ফেরেন দ্রুত। পাওয়ারপ্লে শেষে ফেরেন ঈশান কিষাণও। ১৩তম ওভার শেষে যখন ঋষভ পান্ত চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরছেন, তখন ভারতের স্কোরবোর্ডে যোগ হয়েছে মাত্র ৮১রান। সেখান থেকে ২০ ওভার শেষে ভারতের স্কোরটা ১৬৯ হয়েছে, তার বড় অবদানটা কার্তিকেরই।

পথটা অবশ্য গড়ে দিয়েছিলেন ভারতের ‘ভবিষ্যৎ’ অধিনায়ক হার্দিক পান্ডিয়া। পাওয়ারপ্লে শেষে যখন আসেন উইকেটে, তখন রান ছিল মাত্র ৪০। এরপর পান্তকে সঙ্গে নিয়ে প্রথমে ইনিংস গড়েছেন। তাতেই শেষ দিকে ঝড় তোলার মঞ্চ পেয়ে যান কার্তিক। ‘চিরতরুণ’ কার্তিক সেটা কাজেও লাগিয়েছেন বেশ। ৯ চার আর ২ ছক্কায় ২৭ বলে তুলেছেন ৫৫। তাতে ভর করেই শেষ পাঁচ ওভারে ভারত তোলে ৭৩ রান। পায় ১৬৯ রানের বড় এক পুঁজি।

ছয় নম্বরে ব্যাট করতে নেমে ২৭ বলে ৫৫ রান করার পাশাপাশি ম্যাচের সেরার পুরস্কার জেতার পাশাপাশি রোহিত শর্মাকে অনেকটাই পিছনে ফেললেন দীনেশ কার্তিক। আসলে এদিন তিনি টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের সব থেকে বয়স্ক ক্রিকেটার হিসাবে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন।

তবে শুধুমাত্র এই রেকর্ডই নয়, এর পাশাপাশি ৩৫ বছরের ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন। এর আগে ২০২১ সালে রোহিত শর্মা ৩৪ বছর ২১৬ দিনের বয়সে ম্যাচের সেরার পুরস্কার জিতেছিলেন। তবে সকলকে পিছনে ফেলে নতুন দৃষ্টান্ত তৈরি করলেন দীনেশ কার্তিক।

জবাবে টেম্বা বাভুমা আর কুইন্টন ডি কক শুরুটা ধীরে সুস্থে করেছিলেন। তবে দলীয় ২০ রানে আহত অবসর হয়ে মাঠ ছাড়তে হয় বাভুমাকে। সেই যে বিপাকে পড়ল দক্ষিণ আফ্রিকা, তা থেকে আর বেরোতেই পারল না। পাওয়ারপ্লেতেই হারিয়েছে কুইন্টন ডি কক আর ডোয়েইন প্রিটোরিয়াসকে। প্রয়োজনীয় রান তুলতে পারেনি পাওয়ারপ্লেতে। এরপর এরপর হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলাররাও দলকে ফেরাতে পারেননি কক্ষপথে। এমনকি ওভারপ্রতি রানটা কখনো ছোঁয়নি ৬ এর কোটাও। শুরুর চাপটা ধরে রেখে এরপর সফরকারীদের টুটি চেপে ধরার কাজটা ভালোই সামলেছেন ভারতীয় বোলাররা। তাতে ৮৭ রানেই শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৮২ রানের জয় দিয়ে ভারত ২-২ সমতাও ফিরিয়ে আনে সিরিজে।

ভারতের এই জয়ের ফলে শেষ ম্যাচটা কার্যত ফাইনালেই পরিণত হয়েছে। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে আগামীকাল রোববার বেঙ্গালুরুর চিন্বাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের