শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

আইসিসি প্রকাশিত নারী ব্যাটারদের উন্নতি র‍্যাংকিংয়ে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:৩২, ২১ সেপ্টেম্বর ২০২২

Google News
আইসিসি প্রকাশিত নারী ব্যাটারদের উন্নতি র‍্যাংকিংয়ে

বাংলাদেশ নারী ক্রিকেট দল

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে উড়ছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন নিগার সুলতানা জ্যোতির দল। এমন পারফরম্যান্সের পর আইসিসি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগ্রেসদের। 

প্রকাশিত নারী টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। ৫৩৩ রেটিং পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন জ্যোতি।  

বাছাই পর্বের দুই ম্যাচে জয় পেয়েছে বাংলার মেয়েরা। আয়ারল্যান্ডের বিপক্ষে ১৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। যেখানে ৫৩ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছেন ৩৪ রানের ইনিংস। এমন পারফরম্যান্সের কল্যাণে ২৩ নম্বরে উঠে এসেছেন তিনি। 

অন্যদিকে ৬ ধাপ উন্নতি হয়েছে শামিমা সুলতানার। ৩৩০ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৭২ নম্বরে রয়েছেন ওপেনার। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সালমা খাতুনেরও। ২৭৩ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠেছেন তিনি।  

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের