শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

কাতার বিশ্বকাপ-২০২২

কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয় স্পেনের

প্রকাশিত: ১৩:৩৪, ২৪ নভেম্বর ২০২২

Google News
কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয় স্পেনের

সংগৃহিত ছবি

গতকাল বুধবার ‘ই’ গ্রুপের ম্যাচে দোহার আল থুমামা স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হয় স্পেন। রেকর্ড গড়া বিশাল জয়ের দিনে স্প্যানিশদের হয়ে এদিন গোল করেছেন ৬ জন। জোড়া গোল পেয়েছেন ফেররান তরেস। এছাড়া একটি করে গোল করেন দানি ওলমো, মার্কো আসেনসিও, গাভি, কার্লোস সলের ও মোরাতা। 

ম্যাচের শুরু থেকে সুন্দর ফুটবলের পসরা সাজায় এনরিকের স্পেন। কীভাবে জায়গা বের করে নেওয়া যায়, তার উদাহরণ ছিল পেদ্রি, গাভি, ওলমোদের একেকটি মুভ। মাঝমাঠ ও রক্ষণভাগ থেকে দুর্দান্ত সব পাসে তাদের কাজটা আরও সহজ করে দিয়েছেন জর্ডি আলাবা। 

ম্যাচের প্রয়োজনে প্রায়ই রক্ষণভাগ ছেড়ে মাঝমাঠে খেলেন আলাবা। গোল না পেলেও কয়েকটি গোলে ছিল তার পরোক্ষ অবদান।

এছাড়া ২১ তম মিনিটে আসেনসিওর করা গোলে প্রত্যক্ষ অবদানটা তারই। মাঝমাঠের বাঁ দিকে অরক্ষিত অবস্থায় বল পান আলাবা। চ্যালেঞ্জ জানাতে গেলেন না কোস্টারিকার কেউ। অনেক সময় পাওয়ায় সুযোগটা কাজে লাগান বার্সেলোনা ডিফেন্ডার। দেখেশুনে ডি-বক্সে খুঁজে নেন আসেনসিওকে। তার শটে হাত ছোঁয়ালেও জালে যাওয়া ঠেকাতে পারেননি কোস্টারিকার গোলরক্ষক।

পুরো ম্যাচে ১০৭টি পাসের মধ্যে ১০১টিই ঠিকঠাকভাবে দিয়েছেন জর্ডি আলাবা। আর তাতে দুদলের শক্তির পার্থক্যটা বড় করে ধরা পড়েছে সবার সামনে। আর এতেই ৭-০ ব্যবধানের জয় পায় স্পেন।

 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের