বৃহস্পতিবার,

৩০ মার্চ ২০২৩,

১৬ চৈত্র ১৪২৯

বৃহস্পতিবার,

৩০ মার্চ ২০২৩,

১৬ চৈত্র ১৪২৯

Radio Today News
bangas biscuit

বিপিএল-২০২৩

চট্টগ্রামের বিপক্ষে ৭ উইকেটে জিতে শীর্ষে ফিরলো সিলেট

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:৪৫, ২৯ জানুয়ারি ২০২৩

চট্টগ্রামের বিপক্ষে ৭ উইকেটে জিতে শীর্ষে ফিরলো সিলেট

সংগৃহীত ছবি

চট্টগ্রামের দেওয়া ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নাজমুল শান্ত ও তৌহিদ হৃদয়ের দারুণ সূচনা পায় সিলেট। দলীয় ৬৩ রানের মাথায় আউট হন ওপেনার হৃদয়। 

পরের উইকেটে মুশফিককে আগ্রসী ব্যাটিং করতে থাকেন নাজমুল শান্ত। নিজের অর্ধশতক পূরণ করতে এই বাঁহাতি ব্যাটার ৩৬ বল খেলেন। স্কোরবোর্ডে ১১০ রানের মাথায় ৬০ রান করে সাজঘরে ফিরেন নাজমুল। তিন নম্বর জুটিতে রায়ান বার্ল ও মুশফিক চড়াও হন চট্টগ্রাম বোলারদের ওপর। ব্যাটিং তাণ্ডব চালান দুই ব্যাটারই। ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরেন রায়ান বার্ল। 

এরপর জাকিরকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মিঃ ডিপেন্ডেবল মুশফিক। ৪১ রানে অপরাজিত থাকেন তিনি। চট্টগ্রাম বোলারদের পক্ষে বল হাতে সর্বোচ্চ ২টি উইকেট নেন নিহাদুজ্জামান।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের