শনিবার,

২৫ মার্চ ২০২৩,

১০ চৈত্র ১৪২৯

শনিবার,

২৫ মার্চ ২০২৩,

১০ চৈত্র ১৪২৯

Radio Today News
bangas biscuit

ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা মিরাজ ও এবাদত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৩, ১৮ মার্চ ২০২৩

ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা মিরাজ ও এবাদত

মেহেদী মিরাজ

গত বছর ওয়ানডে সিরিজে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন মেহেদী মিরাজ। ওই সিরিজে ব্যাট হাতে দলকে অসম্ভব এক জয় এনে দেন মিরাজ। প্রথম ম্যাচে তার অসাধারণ কীর্তির পর দ্বিতীয় ম্যাচেও তিনি করেন অবিশ্বাস্য এক সেঞ্চুরি।

এবার মিরাজের ওই ব্যাটিং কীর্তিকে স্বীকৃতি দিয়েছে ভারতের ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন-ক্রিকইনফো। জনপ্রিয় ওয়েবসাইটটিতে মিরাজকে ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে ব্যাটিং পারফরম্যান্সের জন্য নির্বাচিত করা হয়েছে। 

আর সাদা পোশাকে বর্ষসেরা পারফরম্যান্সের জন্য পুরস্কার পেতে মনোনীত হয়েছেন টাইগার পেসার এবাদত। মাউন্ট মঙ্গানুইতে গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন ডানহাতি পেসার। স্বপ্নের মতো পার করা ওই টেস্ট ম্যাচে এবাদত দলকে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের স্বাদ এনে দিয়েছিলেন।

এবাদত হোসেন

ইএসপিএন প্রকাশিত পুরস্কারের তালিকায় যারা আছেন-

টেস্ট ব্যাটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার- জনি বেয়ারস্টো, ১৩৬ বনাম নিউজিল্যান্ড, নটিংহ্যাম

টেস্ট বোলিং পারফরম্যান্স অব দ্য ইয়ার- এবাদত হোসেন, ৬/৪৬ বনাম নিউজিল্যান্ড, মাউন্ট মঙ্গানুই

ওয়ানডে ব্যাটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার- মেহেদী হাসান মিরাজ, ১০০* বনাম ভারত, মিরপুর

ওয়ানডে বোলিং পারফরম্যান্স অব দ্য ইয়ার- জসপ্রিত বুমরাহ, ৬/১৯ বনাম ইংল্যান্ড, ওভাল

টি-২০ ব্যাটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার-
সূর্যকুমার যাদব, ১১১* বনাম নিউজিল্যান্ড, মাউন্ট মঙ্গানুই

টি-২০ বোলিং পারফরম্যান্স অব দ্য ইয়ার-
স্যাম কারান, ৩/১২ বনাম পাকিস্তান, মেলবোর্ন

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের