শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

আইপিএল-২০২৩

লখনউকে হারিয়ে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুম্বাই

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৬, ২৪ মে ২০২৩

আপডেট: ০০:২৯, ২৫ মে ২০২৩

Google News
লখনউকে হারিয়ে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুম্বাই

লখনউয়ের বিপক্ষে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএলে আজ দিনের একমাত্র গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে ফাইনালে যাওয়ার স্বপ্ন টিকিয়ে রাখলো মুম্বাই ইন্ডিয়ান্স৷ লখনউয়ের বিপক্ষে ৮১ রানের বড় জয় পেয়েছে মুম্বাই। 

প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে মুম্বাই। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ বলে ৪১ রান করেন ক্যামেরুন গ্রিন। এছাড়া সুরিয়াকুমার করেন ৩৩ রান। 

১৮৩ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাত্র ১০১ রানে গুটিয়ে যায় লখনউ। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ বলে ৪০ রান করেন মার্কস স্টয়নিস। 

মুম্বাইয়ে বোলারদের মধ্যে এবারের আসরেরই বেস্ট বোলিং করেছেন আকাশ মাধওয়েল। ৩.৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেই মূলত লখনউয়ের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দেন তিনি। আর এতে করে ৮১ রানের বিশাল জয় পেলো মুম্বাই।

ফাইনালে যেতে মুম্বাই এবার মাঠে নামবে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স এর বিপক্ষে। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের