
কিলিয়ান এমবাপে
বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপ্পে নিজের সেই ফর্ম টেনে এনেছেন লিগ ওয়ানেও। ফরাসি লিগে এবারসহ টানা চারবারের মতো সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফরাসি এই খেলোয়াড়।
ফরাসি লিগের সেরা খেলোয়াড় হয়ে এমবাপে বলেন, "এটা আনন্দের বিষয়, আমি সবসময়ই জিততে চাই, লিগের ইতিহাসে নিজের নাম লিখতে চাই। কিন্তু এতো দ্রুত জিততে পারব বলে আশা করিনি।"
চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৮ গোল করেছেন এমবাপে। পঞ্চমবারের মতো লিগে শীর্ষ গোলদাতার পুরস্কার পাওয়ার পথে তিনি। অবশ্য ম্যাচ বাকি রয়েছে আরও একটি। সেরা গোলদাতা হওয়ার লিস্টে তার পেছনে রয়েছেন লিঁও ফরোয়ার্ড আলেকজান্ডার লাকাজাতে। ২৭টি গোলসংখ্যা তার।
এদিকে পিএসজি ছেড়ে যাওয়ার গুঞ্জন থাকলেও এমবাপে জানিয়েছেন, "আমি আগামী মৌসুমে আবার এখানে আসব।"
রেডিওটুডে নিউজ/এসবি