
ফাইল ছবি
বৃষ্টি বাধা পেরিয়ে অবশেষে মাঠে গড়িয়েছে আইপিএল ফাইনাল। যেখানে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছেন চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।
পঞ্চম আইপিএল ট্রফি জেতার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে চেন্নাই। আর গুজরাট টাইটানস টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে নেমেছে।
চেন্নাই সুপার কিংস একাদশ-
রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, মইন আলি, আম্বাতি রায়াড়ু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মাহিশ থিকসানা ও মাথিসা পথিরানা।
গুজরাট একাদশ-
শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রশিদ খান, রাহুল তেওয়াটিয়া, নূর আহমেদ, মোহিত শর্মা ও মোহাম্মদ শামি।
রেডিওটুডে নিউজ/এসবি