
মরি পচেত্তিনো
মরিসিও পচেত্তিনোকে নজেদের কোচ হিসেবে ঘোষণা দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের দল চেলসি। দুই বছরের চুক্তিতে আর্জেন্টাইন এই কোচকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে চেলসি। তবে চাইলে আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়াতে পারবে ব্লুজরা।
কয়েক সপ্তাহ ধরেই ইংলিশ প্রিমিয়ার লীগে ফেরার খবরটি শোনা যাচ্ছিলো। শেষ পর্যন্ত এই খবরটিই সত্যি হলো। তিনি সপ্তাহের শুরুটা স্পেনে কাটিয়েছেন। তবে পরবর্তী মৌসুমের জন্য দলকে প্রস্তুত করার কাজ শুরু করবেন পচেত্তিনো।
গত গ্রীষ্মে পিএসজি থেকে বরখাস্ত হওয়ার পর থেকে অবসরই ছিলেন ৫১ বছর বয়সী কোচ। মূলত জুলিয়ান নাগেলসম্যান রেস থেকে সরে যাওয়ার পর এবং দলের মালিক মালিক টড বোহেলি এবং বেহদাদ এগবালির চাওয়াতে চেলসির সঙ্গে কাজ করতে রাজি হন পচেত্তিনো। চেলসির মালিকানা পরিবর্তন হওয়ার পর চতুর্থ কোচ হবেন তিনি।
রেডিওটুডে নিউজ/এসবি