
বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি, তবে ইঞ্জুরিতে পড়েছেন মেসি
আমেরিকান সকার লিগে মেসির দল ইন্টার মায়ামি মুখোমুখি হয়েছিল টরোন্টোর। ম্যাচে দারুন এক জয় পেয়েছে দলটি। তবে লিওনেল মেসিকে এদিন ইনজুরির কারণে উঠে যেতে হয় মাঠ থেকে। মেসি উঠে গেলেও অবশ্য প্রতিপক্ষের জালে মায়ামি জড়িয়ে এক হালি গোল দিয়েছে।
আর্জেন্টাইন খুদে জাদুকরকে ছাড়া এমন অবিশ্বাস্য জয় তুলে নিয়ে বাঁচিয়ে রেখেছে চ্যাম্পিয়নশিপে নিজেদের প্লে অফে যাওয়ার আশা। এই জয়ের পরও তাদের অবস্থানটা পয়েন্ট তালিকার ১৩ নম্বরে। যদিও উপরে থাকা দলগুলোর সঙ্গে কমে এসেছে পয়েন্টের ব্যবধান।
ঘরের মাঠে টরোন্টোর বিপক্ষে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। ম্যাচের প্রথম ৩০ মিনিটে যতগুলো আক্রমণ হয়েছে তার বেশিরভাগই এসেছিল মেসির কাছ থেকে। কখনো জর্দি আলবা, আবার কখনো বা সার্জিও বুস্কেটেসের পাস থেকে সুযোগ পেয়েছিলেন গোল করার সুযোগ। তবে কখনো তাকে আটকে দিয়েছে প্রতিপক্ষের ডিফেন্স আবার কখনো বা আটকে দিয়েছে টরোন্টোর গোলকিপার।
এদিন ম্যাচের ৩৫ মিনিটে প্রথম ধাক্কা খায় মায়ামি। ইনজুরির জন্য মাঠ ছাড়তে হয় আলবাকে। দু মিনিট পর ইনজুরির কারণে মাঠ ছেড়ে যেতে হয় লিও মেসিকে। অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি ইনজুরি কতটা গুরুতর। এরকম বড় ধাক্কা খাওয়ার পরেও প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে দলকে এগিয়ে দেন ফারিয়াস।
এরপর ম্যাচের ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবারট টেইলার। ৭৩ মিনিটে ব্যবধান ৩-০ করেন ক্রেমাসছি। ৮৭ মিনিটে অবিশ্বাস্য এক গোল করে ৪-০ গোলের বড় জয় নিশ্চিত করেন টেইলার।
আর এই জয়ে ২৮ ম্যাচে ৩১ পয়েন্টে ১৩ নম্বর অবস্থানে মায়ামি।
রেডিওটুডে নিউজ/এসবি