রোববার,

১১ মে ২০২৫,

২৮ বৈশাখ ১৪৩২

রোববার,

১১ মে ২০২৫,

২৮ বৈশাখ ১৪৩২

Radio Today News

এশিয়ান গেমস

চীনের বিপক্ষে ড্র করে বাংলাদেশের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:৪০, ২৫ সেপ্টেম্বর ২০২৩

Google News
চীনের বিপক্ষে ড্র করে বাংলাদেশের ইতিহাস

চীনের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ

এশিয়ান গেমসে মিয়ানমারের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ। চীনের হাংজুর জিয়া ওশান স্পোর্টস সেন্টারে মিয়ানমারের বিপক্ষে সেই ম্যাচের হার ছিল ১-০ ব্যবধানে। এরপর নিজেদের এশিয়াড মিশন শুরু করা টাইগাররা দ্বিতীয় ম্যাচেও  সুনীল ছেত্রির শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে হেরেছিল। 

ফলে এশিয়ান গেমসে টানা দুই ম্যাচে হেরে পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন শেষ লাল-সবুজের প্রতিনিধিদের। তবে নিজেদের শেষ ম্যাচে অবিশ্বাস্য এক সাফল্য পেয়েছে বাংলাদেশ। শক্তিশালী চীনকে তাদের মাঠে রুখে দিয়েছে টাইগাররা। 

চীনের হাংজুতে ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র। বাংলাদেশ শেষ ম্যাচে কত গোল খাবে সে হিসেব কষছিল ফুটবল বোদ্ধারা। নিজেদের থেকে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১০৯ ধাপ এগিয়ে থাকা চীনের বিপক্ষে বাজেভাবে হারেবে বাংলাদেশ সেই ভাবনা আসাটাই স্বাভাবিক। 

আর নিজেদের শেষ ম্যাচে চীনকে রুখে দিয়ে যেন জয়ের আনন্দ পেল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। নিজেদের ফুটবল ইতিহাসে কখনো চীনের মতো দলকে রুখে দিতে পারেনি বাংলাদেশ। সেই অসম্ভবকে সম্ভব করে রেকর্ড গড়েন মিতুল মারমারা। ২০০২ সালে বুসান এশিয়ান গেমস এবং ১৯৮২ সালে দিল্লি এশিয়ান গেমসে চীনের বিপক্ষে হারের মুখ দেখেছিল লাল-সবুজের দল।

কিন্তু এবার এশিয়া গেমসের ফুটবল থেকে বিদায় নিলেও চীনকে রুখে দিয়ে ১ পয়েন্ট নিয়ে দেশে ফিরবে টাইগাররা। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের