রোববার,

১১ মে ২০২৫,

২৮ বৈশাখ ১৪৩২

রোববার,

১১ মে ২০২৫,

২৮ বৈশাখ ১৪৩২

Radio Today News

মাদ্রিদ ডার্বিতে হেরে গেল রিয়াল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২৩

Google News
মাদ্রিদ ডার্বিতে হেরে গেল রিয়াল

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ

স্প্যানিশ লা লীগায় জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের লড়াই মানে তুমুল উত্তেজনা। গতকালের আগে শেষ ১৪ মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোর জয় ছিল শুধু একটিতে। গতকালের আগ পর্যন্ত রিয়াল মাদ্রিদও চলমান মৌসুমে ছিল অপরাজেয়। 

ফলে এ মৌসুমের প্রথম ডার্বিতে ক্রুস-মদ্রিচদের পক্ষে বাজি রেখেছিল সবাই। কিন্তু মাঠে দেখা গিয়েছে ভিন্ন চিত্র। ঘরের মাঠে ওয়ান্দা মেট্রোপলিতানোতে ৩-১ গোলের বড় ব্যবধানে মাদ্রিদকে হারিয়েছে গ্রিজমান-মোরাতারা।

এদিন ঘরের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটে এগিয়ে যায় অ্যাটলেটিকো। স্যামুয়েল দিয়াসের অ্যাসিস্টে আলবারো মোরাতা হেডারের মাধ্যমে প্রথম গোল পায় স্বাগতিকরা। 

ম্যাচের ১৮তম মিনিটে অ্যাটলেটিকোর ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি তারকা গ্রিজম্যান। প্রথম গোলের মতো হেডারেই গোল পায় স্বাগতিক দল। প্রথমার্ধে শুরুতে দুই গোলে পিছিয়ে পড়ে যেন নিজেদের পুরনো ফর্ম ফিরে পায় রিয়াল। 

ম্যাচের ৩৫তম মিনিটে মাদ্রিদ সমর্থকদের স্বস্তি এনে দেন টনি ক্রুস। তার গোলে ব্যবধান কমিয়ে এনে বিরতিতে যায় কার্লো আনচেলত্তির দল। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা আনতে চেষ্টা করা জুড বেলিংহামরা উল্টো ৪৬তম মিনিটে ৩-১ গোল ব্যবধানে পিছিয়ে পড়ে। 

আর এতে করে শেষ পর্যন্ত এই আসরে প্রথম হারের মুখ দেখে ওয়ান্দা মেট্রোপলিতানো ছাড়ে রিয়াল।     

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের