
প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি হয়েছে টাইগাররা। গোহাটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক। প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কানরা থেমেছে ৪৯.১ ওভারে ২৬৩ রান করে।
শ্রীলঙ্কার বিপক্ষে আজকের এই ম্যাচে খেলছেন না সাকিব আল হাসান। গণমাধ্যমের খবর, গতকাল অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যাথা পেয়েছেন তিনি। এ কারণে আজ খেলছেন না বিশ্বসেরা অলরাউন্ডার।
এদিকে প্রথমে ব্যাট করতে নেমে আজ শুরুটা বেশ ভালো করে লঙ্কান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা এবং কুশল পেরেরা মিলে স্কোরবোর্ডে যোগ করেন ১০৪ রান। ব্যক্তিগত ৩৪ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন পেরেরা।
লঙ্কান ওপেনার নিশাঙ্কা ৬৪ বলে ৬৮ রান করে মেহেদীর বলে তার ক্যাচে পরিণত হয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর ধনঞ্জায়া ডি সিলভার ৫৫ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ২৬৩ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা।
টাইগার বোলারদের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন শেখ মেহেদী।
রেডিওটুডে নিউজ/এসবি