মঙ্গলবার,

৩০ এপ্রিল ২০২৪,

১৭ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার,

৩০ এপ্রিল ২০২৪,

১৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

ভারত-পাকিস্তান ম্যাচ যেন ফাইনালের আগে আরেক ফাইনাল: ইনজামাম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮, ২৩ অক্টোবর ২০২১

Google News
ভারত-পাকিস্তান ম্যাচ যেন ফাইনালের আগে আরেক ফাইনাল: ইনজামাম

ইনজামাম উল হক (ফাইল ছবি)

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে অবস্থান করছে চিরপ্রতিদ্বন্দী ভারত ও পাকিস্তান। আর সেই সুবাদে গ্রুপ পর্বেই আগামী ২৪ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে ক্রিকেটের এই দুই শক্তিধর দেশ।

উত্তেজনায় ঠাসা এই ম্যাচকে ঘিরে ক্রিকেট বিশ্বে চলছে ব্যাপক আলোচনা। এদিকে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতকে সবচেয়ে ‘বিপজ্জনক’ দল বলছেন সাবেক পাক অধিনায়ক ইনজামাম উল হক। বাকি ১১ দলের চেয়ে বিরাট কোহলিদের শিরোপা জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামামের মতে, ‘যেকোনো টুর্নামেন্টে কে চ্যাম্পিয়ন হবে তা আগে থেকে বলা মুশকিল। তবে আমার মতে অন্য যেকোনো দলের চাইতে ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনাই বেশি, বিশেষ করে এরকম আবহাওয়াতে। টি-টোয়েন্টি ক্রিকেটে অভিজ্ঞ বেশ কিছু ক্রিকেটারও তাদের দলে আছে।’

ভারত কেন এগিয়ে সেটাও ব্যাখ্যা করেছেন ইনজামাম, ‘আরব আমিরাতে বল খুব টার্ন করে। ভারতের অশ্বিন ও জাদেজার মতো অভিজ্ঞ দুজন স্পিনার আছে। তাদের ব্যাটসম্যানরাও ভালো স্পিন খেলতে পারে। এ কারণেই ভারত এগিয়ে থাকবে।’

ইনজামাম বলেন, ‘সুপার টুয়েলভে ভারত-পাকিস্তানের ম্যাচ যেন ফাইনালের আগেই আরেক ফাইনাল। অন্য কোনো ম্যাচ এই ম্যাচের মত উত্তেজনায় ঠাসা হবে না। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দল টুর্নামেন্টে নিজেদের শুরুর এবং শেষ ম্যাচ দুটি একে অপরের বিপক্ষেই খেলেছিল। দুইটি ম্যাচই অনেকটা ছিল ফাইনালের মত। এবারের বিশ্বকাপে যারা জিতবে তার বেশ উজ্জীবিত থাকবে এবং তাদের চাপ প্রায় অর্ধেক কমে যাবে।’

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের