শুক্রবার,

২৮ মার্চ ২০২৫,

১৪ চৈত্র ১৪৩১

শুক্রবার,

২৮ মার্চ ২০২৫,

১৪ চৈত্র ১৪৩১

Radio Today News

রোনালদোর ম্যাজিকে দাপুটে জয় আল নাসরের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩৬, ৮ ফেব্রুয়ারি ২০২৫

Google News
রোনালদোর ম্যাজিকে দাপুটে জয় আল নাসরের

৪০তম জন্মদিনের পর প্রথমবারের মতো গোলের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার গোলেই সহজ জয় পেয়েছে আল নাসর, সৌদি প্রো লিগে আল ফেইহারকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছে দলটি। নতুন দলে অভিষেকেই জোড়া গোল করেছেন জন ডুরান।
  
৪০ বছরে পা রেখেছিলেন রোনালদো। এরপর এটিই তার প্রথম গোল, যা দলকে এনে দিয়েছে গুরুত্বপূর্ণ জয়।  

আল আওয়াল পার্কে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর। ম্যাচের ২২তম মিনিটে প্রথম গোলের দেখা পায় দলটি। জানুয়ারিতে ইংলিশ প্রিমিয়ার লিগের অ্যাস্টন ভিলা থেকে আসা জন ডুরান গোলটি করেন। কাছ থেকে নিখুঁত ফিনিশিংয়ে আল নাসরের জার্সিতে অভিষেক ম্যাচেই গোলের খাতা খোলেন এই কলম্বিয়ান ফরোয়ার্ড।  

৭২ মিনিটে ডুরান আরও একবার জালে বল জড়ান। এবার সাদিও মানের ক্রস থেকে দারুণ এক ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন। আল নাসর তখন ২-০ গোলে এগিয়ে।  

  এর মাত্র দুই মিনিট পর দলের হয়ে তৃতীয় গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ডান দিক থেকে আসা একটি ক্রসে নিখুঁত টাচে বল জালে পাঠান তিনি। এই গোল আল নাসরের দাপুটে পারফরম্যান্সের পূর্ণতা এনে দেয়।  

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের