নারীর আপত্তিকর ভিডিও ধারণ, দক্ষিণ কোরিয়ান ফুটবলারের কারাদণ্ড

শনিবার,

১৭ জানুয়ারি ২০২৬,

৪ মাঘ ১৪৩২

শনিবার,

১৭ জানুয়ারি ২০২৬,

৪ মাঘ ১৪৩২

Radio Today News

নারীর আপত্তিকর ভিডিও ধারণ, দক্ষিণ কোরিয়ান ফুটবলারের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩২, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

Google News
নারীর আপত্তিকর ভিডিও ধারণ, দক্ষিণ কোরিয়ান ফুটবলারের কারাদণ্ড

এক নারীর সঙ্গে যৌনমিলনের সময় তা অনুমতি ছাড়া ভিডিও করায় বড় শাস্তি পেলেন দক্ষিণ কোরিয়ার ফুটবলার হোয়াং উই-জো। এমন অনৈতিক কাজের জন্য হোয়াংকে এক বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও আপাতত কারাভোগ করতে হচ্ছে না তাকে।

২০২২ সালে চার দফায় গোপনে দুই নারীর ভিডিও ধারণের অভিযোগ ওঠে হোয়াংয়ের বিরুদ্ধে। ২০২৩ সালের সেপ্টেম্বরে জাতীয় দল থেকে বাদ দেয়া হয় ৩২ বছর বয়সি এই ফুটবলারকে। দক্ষিণ কোরিয়ার হয়ে ৬২ ম্যাচে ১৯ গোল করা হোয়াংকে একই সঙ্গে দেয়া হয় নিষেধাজ্ঞাও।

এক নারীর অভিযোগ থেকে অবশ্য খালাস পেয়েছেন হোয়াং। কিন্তু আরেক নারীর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। নিজের দোষের জন্য অনুতপ্ত হোয়াং। তবে এতে নিজের শাস্তি এড়াতে পারলেন না তিনি।

২০১৯ সালে ফরাসি ক্লাব বোর্দোতে যোগ দেয়ার আগে দক্ষিণ কোরিয়া ও জাপানের ক্লাবে খেলেছেন হোয়াং। ফ্রান্সে তিন বছর কাটানোর পর ইংলিশ ক্লাব নটিংহ্যাম ফরেস্টে যোগ দেন তিনি। নটিংহ্যামে কোনো ম্যাচ না খেলা এই স্ট্রাইকার ২০২৪ সালের সেপ্টেম্বরে তুরস্কের ক্লাব অ্যালানিয়াস্পোরে যোগ দেন হোয়াং। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের