শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারালো পাকিস্তান

শাহরিয়ার বাবু

প্রকাশিত: ১৭:৪১, ৩০ নভেম্বর ২০২১

আপডেট: ২০:১৫, ৩০ নভেম্বর ২০২১

Google News
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারালো পাকিস্তান

পঞ্চম দিনের প্রথম সেশনেই জয় পেলো পাকিস্তান

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচে পাওয়া এই জয়ে এক শুণ্য ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। 

বাংলাদেশের দেয়া ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ১৫১ রানের বিশাল সংগ্রহ পায় পাকিস্তান। চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ ছিল বিনা উইকেটে ১০৯ রান। পঞ্চম দিনে খেলতে নেমে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছায় তারা। ওপেনার আব্দুল্লাহ শফিক ৭৩ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হন। 

আরেক ওপেনার আবিদ আলী, স্পিনার তাইজুল ইসলামের এলবির ফাঁদে পড়ে ১৪৮ বলে ৯১ রান করে সাজঘরে ফিরে গেছেন। তিনে নামা আজহার আলী ২৪ ও বাবর আজম ১৩ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে মিরাজ ও তাইজুল একটি করে উইকেট শিকার করেন। চট্টগ্রাম টেস্ট জিতে সিরিজে ইতোমধ্যে এগিয়ে গেল পাকিস্তান দল। পরের টেস্ট ঢাকায় শুরু হবে আগামী ৪ ডিসেম্বর। 

রেডিওটুডে নিউজ/এসবি/জেএফ/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের