শনিবার,

১০ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শনিবার,

১০ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

ডিএসই-সিএসইতে লেনদেন বেড়েছে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:২৯, ৩১ মে ২০২৩

Google News
ডিএসই-সিএসইতে লেনদেন বেড়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ১ হাজার ১৯৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে আগের দিন থেকে ২২২ কোটি ৬৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে আজ । গতকাল ডিএসইতে ৯৭৬ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৮ পয়েন্টে। আজ ডিএসইতে ৩৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টির।  

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৯ পয়েন্ট কমছে। আজ সিএসইতে ১৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের