বুধবার,

০৮ মে ২০২৪,

২৪ বৈশাখ ১৪৩১

বুধবার,

০৮ মে ২০২৪,

২৪ বৈশাখ ১৪৩১

Radio Today News

মাটিরাঙ্গায় ডেঙ্গু রোগের ভারতীয় কীট, এ্যাম্পুলসহ ৬ জন আটক

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৭, ৫ সেপ্টেম্বর ২০২৩

Google News
মাটিরাঙ্গায় ডেঙ্গু রোগের ভারতীয় কীট, এ্যাম্পুলসহ ৬ জন আটক

ছবিঃ রেডিও টুডে

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ডেঙ্গু রোগের ভারতীয় কীট, এ্যাম্পুলসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জব্দ করা হয়েছে একটি মাইক্রোবাসও। আজ দুপুরে জব্দকৃত মালামালসহ আটকদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা দায়েরের পর খাগড়াছড়ি আদালতে পাঠিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন, মো. মাঈনুদ্দীন, জাহাঙ্গীর আলম, মহিন উদ্দিন, জাকির হোসেন, আনোয়ার হোসেন ও রবিউল ইসলাম।

এর আগে মাটিরাঙ্গা পৌরসভা এলাকা থেকে ঢাকা মেট্রো চ ৫৩-৬৫৫৪ রেজিস্ট্রেশন নাম্বারের সিলভার রঙয়ের একটি মাইক্রোবাস তল্লাশি করে ৩ হাজার ৯শ’ পিচ ডেঙ্গু রোগ পরীক্ষার ভারতীয় কীট, ৯৮ পিস এ্যাম্পুলসহ উক্ত ৬ আসামিকে আটক করে থানা পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাইক্রোবাসটি থেকে ভারতীয় কীট, এ্যাম্পুল পাওয়া যায়। এসময় গাড়িতে থাকা ব্যক্তিদের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রাথমিকভাবে স্বীকার করায় মালামাল, গাড়ি জব্দ করে আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। চোরাচালানসহ যে কোন অপরাধ দমনে পুলিশ ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে জানিয়েছেন পুলিশ সুপার মুক্তা ধর।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের