শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

শিশুর কামড়ে সাপের মৃত্যু, ‘টক অব দ্য কান্ট্রি’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:২০, ৮ জুন ২০২২

Google News
শিশুর কামড়ে সাপের মৃত্যু, ‘টক অব দ্য কান্ট্রি’

সাপের কামড়ে শিশু নয় এবার এক শিশুর কামড়ে একটি বিষধর সাপের মৃত্যু হয়েছে। সোমবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ায় ব্যতিক্রমী এ ঘটনা ঘটে। বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। 

জানা যায়, সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ায় ১ বছর খানেক বয়সী শিশু জান্নাতুল ফেরদৌস নামের ওই  শিশুটিও অসুস্থ হয়ে পড়ে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর শিশুটি সুস্থ হয়। 

শিশু জান্নাতুলের মা শিলা খাতুন জানান, আজ সোমবার সকালে চাচাতো ভাই কাওসারের সাথে জান্নাতুল ঘরের মধ্যে খেলা করছিল। খেলতে খেলতে এক পর্যায়ে জান্নাতুল ও কাওসার ঘরের খাটের নিচে চলে যায়। সেখানে ছিল বিষধর গোখরা সাপের একটি বাচ্চা। জান্নাতুল সাপের বাচ্চাটি ধরে মুখে নিয়ে কামড়ে ধরে। এতে সাপের বাচ্চাটি মারা যায়। জান্নাতুলও অসুস্থ্য হয়ে পড়ে। তাকে দ্রুত নিয়ে আসা হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, আমরা ওই শিশুটিকে হাসপাতালে তিন-চার ঘন্টা পর্যবেক্ষনে রেখেছিলাম। শিশুটি ভাল আছে। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের