শনিবার,

২৫ মার্চ ২০২৩,

১০ চৈত্র ১৪২৯

শনিবার,

২৫ মার্চ ২০২৩,

১০ চৈত্র ১৪২৯

Radio Today News
bangas biscuit

রিজওয়ানার গাড়িতে হামলা: এক আসামি গ্রেফতার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৪:০৪, ২৯ জানুয়ারি ২০২৩

আপডেট: ০৪:০৬, ২৯ জানুয়ারি ২০২৩

রিজওয়ানার গাড়িতে হামলা: এক আসামি গ্রেফতার

পাহাড় কাটা পরিদর্শনে গিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আবু নোমান (৪০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ জানুয়ারি) রাতে এ তথ্য জানান আকবর শাহ্ থানার ওসি মো. ওয়ালী উদ্দিন আকবর। তিনি বলেন, মামলার পরিপ্রেক্ষিতে আবু নোমানকে গ্রেফতারের পর শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার আবু নোমান মামলার তিন নম্বর এজহারনামীয় আসামি। তাকে নগরীর আকবর শাহ্ থানার বিশ্বকলোনী থেকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলমান আছে।

মামলার এজাহারের আসামিরা হলেন- কাউন্সিলর জহুরুল আলম ওরফে জসিম, মো. হ্নদয়, আবু নোমান প্রকাশ কালা নোমান, সাইফুদ্দিন ভূঁইয়া, আনিস চৌধুরী রাজন, শাকিল ও সাঈদ। সৈয়দা রিজওয়ানা হাসান নিজেই বাদাী হয়ে মামলাটি দায়ের করেন।

গত ২৬ জানুয়ারি সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়ি লক্ষ্য করে ঢিলও ছোড়া হয়। এ সময় হামলাকারীরা কিরিচ, কাঁচি, ছুরিসহ দেশিয় অস্ত্র নিয়ে ভয়-ভীতি প্রদর্শন করেন।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের