রোববার,

১১ মে ২০২৫,

২৮ বৈশাখ ১৪৩২

রোববার,

১১ মে ২০২৫,

২৮ বৈশাখ ১৪৩২

Radio Today News

চুরি-হারিয়ে যাওয়া অর্ধশত মোবাইল উদ্ধার করলো পুলিশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:৪০, ১ জুন ২০২৩

Google News
চুরি-হারিয়ে যাওয়া অর্ধশত মোবাইল উদ্ধার করলো পুলিশ

চুরি-হারিয়ে যাওয়া অর্ধশত মোবাইল উদ্ধার করলো পুলিশ

বাগেরহাটে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ৫০টি মোবাইলফোন উদ্ধার করার পর প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বুধবার (৩১ মে) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধারকৃত এসব ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছেন পুলিশ সুপার কে এম আরিফুল হক।

হারিয়ে যাওয়া এবং চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে এসব ফোন উদ্ধার করা হয়।

শরণখোলা উপজেলার বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, ‘ফোন হারিয়ে যাওয়ার পর থানায় জিডি করেছিলাম। পরে কোনো খোঁজখবর না থাকায় ভেবেছিলাম আর পাবো না। গতকাল রাতে থানা থেকে ফোন দিয়ে জানানো হয় আমার ফোন উদ্ধার হয়েছে। ফোনটি পেয়ে খুব খুশি হয়েছি।’

আমেনা বেগম নামের এক নারী বলেন, ‘জিডি করা থেকে শুরু করে ফোন উদ্ধারের পর আমার হাতে হস্তান্তর পর্যন্ত কোনো ধরনের হয়রানি বা টাকা-পয়সা খরচ হয়নি আমার। কাউকে দিয়ে সুপারিশও করানো লাগেনি। ফোনটি উদ্ধার করে দেওয়ায় পুলিশকে ধন্যবাদ জানাই।’

এ বিষয়ে বগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, জিডির সূত্র ধরে বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৫০টি মোবাইলফোন উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তা প্রকৃত মালিকদের কাছে এগুলো ফিরিয়ে দেওয়াও হয়েছে।

জেলা পুলিশের এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। তবে ফোন ব্যবহারের ক্ষেত্রে আমাদের আরও সচেতন থাকতে হবে।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের