শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

খাবার টেবিলে বাগবিতণ্ডা, চবি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:৪৫, ১ জুন ২০২৩

Google News
খাবার টেবিলে বাগবিতণ্ডা, চবি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

খাবার টেবিলে বাগবিতণ্ডা, চবি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে সংঘর্ষ শুরু হয় শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপ সিএফসি আর সিক্সটি নাইনের মধ্যে। সংঘর্ষটি চলে প্রায় দুই ঘণ্টা। এতে করে দুই পক্ষের অন্তত সাত কর্মী আহত হয়েছেন। 

জানা গেছে, ক্যাম্পাসের অভ্যন্তরে থাকা ঢাকা হোটেলে খাবার খেতে যাওয়ার পর দুই পক্ষের দুই কর্মীর মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মুখোমুখি অবস্থিত দুটি হ'ল শাহজালাল এবং শাহ আমানত হলে থেমে থেমে ইটপাটকেল ছোড়াছুড়ি চলে। 

প্রায় দুই ঘণ্টাব্যাপী উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়াসহ ইটপাটকেল নিক্ষেপ চললে সিএফসির পাঁচজন এবং সিক্সটি নাইনের দুজন কর্মী আহত হন।

বিষয়টি নিয়ে চবি প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, 'প্রক্টরিয়াল বডি পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এরই মধ্যে কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি।'

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের