
ফরিদপুরে পিকআপ ভ্যানের চাপায় এক বৃদ্ধের মৃত্যু
ফরিদপুর শহরের আলীপুর নামক ব্রিজের ঢাল এলাকায় রাস্তা পার হতে গিয়ে পিকআপভ্যানের চাপায় লাকী সিকদার (৫২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার (৩১ মে) রাত সোয়া ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। শহরের লালননগর এলাকার বাসিন্দা ছিলেন তিনি।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, রাতে রাস্তা পার হবার সময় দ্রুতগামী একটি পিকআপ তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিতে গেলে পথেই তিনি মারা যান।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, 'বুধবার দিনগত রাতে দ্রুতগামীর একটি পিকআপ ওই বৃদ্ধকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি নিহত হন। এ ঘটনার পর স্থানীয়রা প্রায় আধাঘণ্টা ধরে ওই স্থানে স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করে রাখে। পরে তাদের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।'
এস আর