
গাজীপুরের মত এবার বরিশালে ইভিএমে ভোট দেবে ২ লাখ ৭৪ হাজার ভোটার। এ জন্য দেড় হাজার ইভিএম পাঠানো হয়েছে নির্বাচনি এলাকায়। নতুন এ পদ্ধতি নিয়ে ভোটারদের ব্যাপক আগ্রহ থাকলেও কয়েকজন মেয়র প্রার্থী সন্তুষ্ট নন। ইভিএমে ভোট কারচুপির সুযোগ রয়েছে বলে মন্তব্য তাদের।
বরিশাল সিটিতে ২০১৮ সালে সীমিত পরিসরে ইভিএম ব্যবহার হয়। আটটি কেন্দ্রের ৭৮টি বুথে ১০০টি ইভিএমে ভোট দেয় ২০ হাজার আটশ ভোটার।
বরিশালের সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ওহিদুজ্জামান মুনসি জানান, এবার বরিশালে ইভিএমে ভোট দেবে ২ লাখ ৭৪ হাজার ভোটার। আগামী ১২ জুন নির্বাচনের জন্য প্রস্তুত করা হচ্ছে দেড় হাজার ইভিএম।
তবে এখনও ইভিএমের বিরোধিতা করছেন কয়েকজন মেয়র প্রার্থী।
চন্দ্রদ্বীপ নির্বাহী পরিচালক জাহানারা বেগম স্বপ্না বলেছেন, ভোটের আগে সবাইকে ইভিএম নিয়ে প্রশিক্ষণ দিলে বিতর্ক কমবে।
বরিশাল সিটি নির্বাচনে ১২৬টি ভোটকেন্দ্রের ৮৯৪টি বুথে ১ হাজার ৩৪১টি ইভিএম ব্যবহার করা হবে।
রেডিওটুডে নিউজ/আনাম