
নিখোঁজ গার্মেন্টস কর্মীর লাশ পাওয়া গেল শীতলক্ষ্যায়
নারায়ণগঞ্জ বন্দর খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীতে থাকা বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ হওয়া ট্রলার যাত্রী সুমন শেখের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। জানা গেছে মৃত সুমন শেখ একজন গার্মেন্টস কর্মী ছিলেন।
আজ বৃহস্পতিবার (১ জুন) সকালে বন্দর ঘাটের বটতলা নামক এলাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল লাশটি উদ্ধার করে। মৃত সুমন শেখ বন্দর শাহী মসজিদ এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. শফিক শেখের ছেলে।
জানা যায়, বুধবার (৩১ মে) সকালে শীতলক্ষ্যা নদীর ১নং খেয়াঘাটে থাকা দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। তখন পাশ দিয়ে যাওয়ার সময় একটি বাল্কহেডের সঙ্গে ওই ট্রলারগুলোর ধাক্কা লাগে। এ সময় আতঙ্কিত হয়ে ট্রলারে থাকা আট থেকে দশজন যাত্রী নদীতে লাফ দেন। ওই সময় নদীতে পড়ে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করার জন্য এগিয়ে আসে আশেপাশে থাকা অন্য নৌকা ও ট্রলার। কিন্তু সুমন শেখ নিখোঁজ ছিলেন। তিনি সাঁতার জানতেন না বলে জানা গেছে।
সুমনের চাচাতো ভাই সোহেল পারভেজ বলেন, 'সকালে ওই ট্রলারে করে আমার ভাই নদী পার হচ্ছিলেন। সেই সময় বাল্কহেডের ধাক্কায় নদীতে পড়ে যান তিনি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে।'
এস আর