
গোপালগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন আজ
'স্বাস্থ্য, মেধা, শক্তি চাই, প্রতিদিন দুধ খাই।'-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে গোপালগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ জুন) বেলা সাড়ে ১১ টায় এই অনুষ্ঠানটির আয়োজন করে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে প্রাণিসম্পদ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কার্যালয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম। আর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির।
গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদারের সভাপতিত্বে পরিচালিত বিশ্ব দুগ্ধ দিবসের আলোচনা অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামার বাড়ির অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ সঞ্জয় কুন্ড, জেলা ভেটেনারি অফিসার ডা. এ এস এম আব্দুর রাজ্জাকসহ ভেটেনারি সার্জন ডা. পিয়াংকা রানী মোদক ছাড়াও আরো অনেকে বক্তব্য রাখেন।
পরে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ৩০০ শিশুকে দুগ্ধ পান করিয়ে দেন অতিথিরা।
এস আর