রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

শুক্রবার,

০৭ নভেম্বর ২০২৫,

২২ কার্তিক ১৪৩২

শুক্রবার,

০৭ নভেম্বর ২০২৫,

২২ কার্তিক ১৪৩২

Radio Today News

রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:২৫, ১৫ অক্টোবর ২০২৩

Google News
রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

ঢাকাসহ সারাদেশের সঙ্গে বাস চলাচল বন্ধ করে ধর্মঘট শুরু করেছে রাজশাহীর বাস মালিক ও শ্রমিকরা। এতে চরম বিপাকে পড়েছেন দুরপাল্লার যাত্রীরা।

রোববার (১৫ অক্টোবর) সকাল থেকে নাটোরের পরিবহন শ্রমিকদের সঙ্গে বিরোধের জেরে এ ধর্মঘট শুরু করেন তারা।

রাজশাহীর পরিবহন মালিক ও শ্রমিকরা জানান, নাটোরের পরিবহন শ্রমিকরা দীর্ঘদিন ধরেই রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন রুটের যানবাহনগুলোর সঙ্গে খারাপ আচরণ করে আসছে। কারণে অকারণে তারা এখনকার বাসগুলোকে মাঝপথে আটকে রাখে। রোববার সকালেও তারা এ ঘটনা ঘটিয়েছে। এরই জেরে এ রুটে রাজশাহীর কোনো বাস চলছে না।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সহসভাপতি নুরুজ্জামান মোহন গণমাধ্যমকে বলেন, রাজশাহী থেকে ঢাকাসহ উত্তর ও দক্ষিণাঞ্চলের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র রাজশাহীর উপজেলা পর্যায়ে বাস চলছে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের