মঙ্গলবার,

৩০ এপ্রিল ২০২৪,

১৭ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার,

৩০ এপ্রিল ২০২৪,

১৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

কক্সবাজারে কল্যাণপার্টির অফিস পাহারাদারকে বেঁধে কার্যালয়ে আগুন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:০৮, ২ জানুয়ারি ২০২৪

Google News
কক্সবাজারে কল্যাণপার্টির অফিস পাহারাদারকে বেঁধে কার্যালয়ে আগুন

চকরিয়া উপজেলায় কল্যাণপার্টির প্রার্থী সৈয়দ ইবরাহিমের অফিস পাহারাদারকে বেঁধে দলের কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য জাফর আলমের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ইবরাহিমের।ভুক্তভোগী পাহারাদারের নাম আবু ছালেহ। তাকে মঙ্গলবার (২ জানুয়ারি) একটি মরিচ ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের পুচ্ছালিয়া পাড়া এলাকায় ইবরাহিমের নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে। জাফর আলমের লোকজন তার অফিসের চেয়ার-টেবিলও ভাংচুর করেছে।

কল্যাণপার্টির প্রার্থী সৈয়দ ইবরাহিম অভিযোগ করে বলেন, ভোরে কোনো এক সময় জাফর বাহিনীর সন্ত্রাসীরা বিএমচরে আমার হাতঘড়ি প্রতীকের নির্বাচনী অফিসের পাহারাদার আবু সালেহকে মারধর করে মরিচ ক্ষেতে নিয়ে বেঁধে রাখে। পরে অফিসের আসবাবপত্র ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। সকালে পুলিশ আবু সালেহকে উদ্ধার করেছে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের