বৃহস্পতিবার,

১০ অক্টোবর ২০২৪,

২৪ আশ্বিন ১৪৩১

বৃহস্পতিবার,

১০ অক্টোবর ২০২৪,

২৪ আশ্বিন ১৪৩১

Radio Today News

কাভার্ডভ্যান-আটোরিকশার মধ্যে সংঘর্ষে শিশুসহ নিহত ৫

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪৬, ১৫ সেপ্টেম্বর ২০২৪

Google News
কাভার্ডভ্যান-আটোরিকশার মধ্যে সংঘর্ষে শিশুসহ নিহত ৫

গাজীপুরের কালিগঞ্জে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত আটোরিকশার মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালিগঞ্জ থানার ওসি আলাউদ্দিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, রাবেয়া বেগম (৭০), আমান উল্লাহ (৫), মোহাম্মদ আলী (৫৫), অমল কুমার কর্মকার (৩৯) এবং নাজমুল (৩৫)।

রোববার সকালে কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই মাজেদ জানান, মরদেহগুলো থানায় রয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের