মাত্র আট মাসে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হলো মো. নাফিউল ইসলাম নিয়াজ নামে এক শিশু। তার বয়স মাত্র আট বছর ৯ মাস। পিরোজপুরের তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা শাখার ছাত্র সে।
নাফিউল জন্মগ্রহণ করে ২০১৬ সালের ১৮ জানুয়ারি, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সেখমাটিয়া গ্রামে। তার বাবা মো. মশিউল আলম সোহেল পেশায় শিক্ষক।
নিয়াজের বাবা মশিউল আলম সোহেল সন্তানের অর্জনে গর্বিত। তিনি বলেন, আল্লাহর অশেষ কৃপায় আমার ছেলে মাত্র আট মাসে কোরআনের হাফেজ হতে পেরেছে। সবাই তার জন্য দোয়া করবেন যেন সে ভবিষ্যতে একজন হক্কানি আলেম ও ইসলামী স্কলার হয়ে ইসলামের খেদমত করতে পারে।
মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আবু হানিফ জানান, আল্লাহর কৃপায় এবং শিক্ষক ও পরিবারের প্রচেষ্টায় মো. নাফিউল ইসলাম নিয়াজ ২৪৪ দিনে হিফজ সম্পন্ন করেছে। মেধাবী এই শিশুটি খুবই ভদ্র ও শান্ত স্বভাবের। আমরা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করি, যেন সে বড় আলেম হয়ে উঠতে পারে।