শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪,

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪,

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

শুক্রবার সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৫১, ২৮ নভেম্বর ২০২৪

Google News
শুক্রবার সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে জানানো হয়, জরুরি সংস্কার কাজের জন্য শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা মানিকগঞ্জ, ধামরাই, নবীনগর, সাভার, আশুলিয়া এবং তৎসংলগ্ন এলাকার বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকদের গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে এবং কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।

এছাড়াও টঙ্গী এলাকায় সকল শ্রেণির গ্রাহকসহ টঙ্গী জয়দেবপুর মহাসড়কের ১৬" x ১৪০ পিএসআইজি ডিসিএফ লাইনের ওপর বিদ্যমান গ্রাহকসমূহের গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের