শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন দিল্লিতে: সালাহউদ্দিন

শনিবার,

০৬ ডিসেম্বর ২০২৫,

২২ অগ্রাহায়ণ ১৪৩২

শনিবার,

০৬ ডিসেম্বর ২০২৫,

২২ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন দিল্লিতে: সালাহউদ্দিন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:২৫, ৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৯:২৬, ৬ ডিসেম্বর ২০২৫

Google News
শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন দিল্লিতে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার “রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে”। তাঁর দাবি, রাজনৈতিক পরিসরে তাঁদের অস্তিত্ব এখন শুধু “মাঝেমধ্যে চিৎকারের মধ্যেই সীমাবদ্ধ”।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজারে মাতামুহুরী সাংগঠনিক থানা বিএনপির আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। বাংলাদেশে যেন আর কখনো স্বৈরাচার, সামরিক শাসক বা ফ্যাসিবাদের উৎপত্তি না হয়।”

বিএনপি, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার গণতন্ত্র চর্চা ও রক্ষায় ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষ্য অনুযায়ী—

বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। ৭ নভেম্বরের ঘটনা, ১৯৭৯ সালে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন এবং খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদবিরোধী আন্দোলন দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অর্জন।

তিনি আরও দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও সংসদীয় শাসনব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করাও বিএনপির নেতৃত্বেই সম্ভব হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের