পর্যাপ্ত সতর্কতায় খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হলো রক্তক্ষরণ

শনিবার,

০৬ ডিসেম্বর ২০২৫,

২১ অগ্রাহায়ণ ১৪৩২

শনিবার,

০৬ ডিসেম্বর ২০২৫,

২১ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

পর্যাপ্ত সতর্কতায় খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হলো রক্তক্ষরণ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০৮, ৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২৩:০৯, ৫ ডিসেম্বর ২০২৫

Google News
পর্যাপ্ত সতর্কতায় খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হলো রক্তক্ষরণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, মেডিকেল বোর্ডের পরামর্শেই শুক্রবার বিকেলে খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হয়েছে। এন্ডোসকপির মাধ্যমে তার ইস্টোমার ভেতরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। 

চিকিৎসক দলের ওই সদস্য বলেন, এন্ডোসকপির পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে পর্যাপ্ত সতর্কতার সঙ্গে।

গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি নেতারা। এরই মধ্যে তাঁর চিকিৎসায় সহায়তার জন্য যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের দল ঢাকায় এসেছিল। তাঁদের পর্যালোচনার পর মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

প্রাথমিকভাবে, খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠানোর কথা ছিল।

তবে, কারিগরি রক্ষণাবেক্ষণের কারণে সেটি পাঠানোর ক্ষেত্রে জটিলতা দেখা দেয়।

এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠাচ্ছে। বিমানটি জর্জিয়ার তিবলিসি থেকে ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত জানুয়ারিতেও চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের