মাংস রফতানিতে নগদ সহায়তা দেবে সরকার

রোববার,

২৬ অক্টোবর ২০২৫,

১১ কার্তিক ১৪৩২

রোববার,

২৬ অক্টোবর ২০২৫,

১১ কার্তিক ১৪৩২

Radio Today News

মাংস রফতানিতে নগদ সহায়তা দেবে সরকার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৫:০৮, ২০ সেপ্টেম্বর ২০২২

Google News
মাংস রফতানিতে নগদ সহায়তা দেবে সরকার

মাংসজাতীয় পণ্য রফতানিতে নগদ সহায়তা দেবে সরকার। এই জাতীয় পণ্য রফতানি করলে ২০ শতাংশ হারে সহায়তা দেওয়া হবে। চলতি ২০২২-২৩ অর্থবছরে নগদ সহায়তার তালিকায় এ পণ্য যুক্ত করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক গত অর্থবছরের মতো এবারো ৪৩ খাতের বিভিন্ন ধরনের পণ্য রফতানির বিপরীতে ১ থেকে ২০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা দেবে। গত ২০২১-২২ অর্থবছরে চা, দেশে তৈরি বাইসাইকেল ও এর যন্ত্রাংশ, দেশে তৈরি এমএস স্টিল পণ্য ও দেশে উৎপাদিত সিমেন্ট শিট রফতানি প্রণোদনা বা নগদ সহায়তার আওতাভুক্ত করা হয়।

গত বছরের মতো চলতি অর্থবছরেও বেজা, বেপজা ও হাইটেক পার্কে অবস্থিত প্রতিষ্ঠানের অনুকূলে সংশ্লিষ্ট পণ্যখাতে নগদ সহায়তা প্রয়োজ্য থাকছে।

এমএমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের