
নানা চ্যালেঞ্জের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান নিশ্চিত ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রয়াসের পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলাও গুরুত্ব পাবে।
বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় বর্তমান সরকারের শেষ বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। এবারের বাজেট বক্তব্যের শিরোনাম ‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’
অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার সম্ভাব্য বাজেটের আকার মূলত উচ্চ জিডিপি প্রবৃদ্ধির গতিপথ, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্যই করা হচ্ছে। এ বাজেটকে উচ্চাকাঙ্ক্ষী বা সম্প্রসারণমূলক করা হবে না বলেও জানান তিনি।
আগামী অর্থবছরে সরকার ৭.৫ শতাংশ প্রবৃদ্ধির হার অর্জনের পরিকল্পনা করছে। এ ছাড়া মুদ্রাস্ফীতির হার ৬.৫ শতাংশর কাছাকাছি রাখতে চাইছে। মোট বিনিয়োগের লক্ষ্যমাত্রা হবে জিডিপির ৩৩.৮ শতাংশ। এ বাজেট আগের অর্থবছরের চেয়ে ১২.৩৪ শতাংশ বড় হবে। এটি হবে ৫০ লাখ ৬,৬৮২ কোটি টাকার, যা প্রাক্কলিত জিডিপির ১৫.২১ শতাংশ। বর্তমান অর্থবছরে এটি ছিল ১৫.২৭ শতাংশ।
রেডিওটুডে/এমএমএইচ