শামিম হাসান সরকার ও অহনা রহমান
মিডিয়াতে জুটি বেঁধে কাজ করতে গিয়ে অনেকে বাস্তব জীবনেও জুটি বেঁধেছেন। সেই ধারাবাহিকতায় অনেকদিন ধরে গুঞ্জন চলছে, শামীম হাসান সরকার ও অহনা রহমানও নাকি সে পথে হাঁটছেন। দুজনে চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন!
এ প্রসঙ্গে একাধিকবার কথা বলেছেন অভিনেতা শামীম। নিজের ফেসবুকে দিয়েছিলেন অহনার সঙ্গে সম্পর্কের ইঙ্গিতও। এবার বিষয়টি নিয়ে আবারও মুখ খুলেছেন তারা।
সংবাদয়ামধ্যমকে অহনা বলেন, "আমাদের একসঙ্গে ছবিতে দেখেছে ভক্তরা। আমরা বন্ধু, দুই পরিবারের মধ্যে দেখা হয়েছে। কিন্তু আমরা কি কোথাও লিখেছি, আমরা বিয়ে করতে যাচ্ছি। এটা মানুষের ইমাজিনেশন। আমরা কেউ কখনোই লিখিনি বিয়ে করতে যাচ্ছি, আমাদের কেউ লিখেছে, “বিয়ে করতে যাচ্ছি দোয়া করবেন” এটাও তো মনে পড়ে না। আমরা একসঙ্গে দুই পরিবার দেখা করেছি। ফ্যামিলি ফ্রেন্ডস হতে পারে না? শুধু এটাই।"
আর শামীম হাসান সরকার বলেন, "আমাদের ফ্রেন্ডশিপটা আছে। দূরত্ব তৈরি হয়নি। এগুলো নিয়ে সাক্ষাৎকারে কিছু বলতে চাই না। এটা ব্যক্তিগত অভিমত, সবার জানার দরকার নেই। যখন বিয়ে করব, সবাইকে জানিয়ে করব।"
শামীমের সঙ্গে জুটি বেধে বেশকিছু কাজ করেছেন অহনা।
রেডিওটুডে নিউজ/এসবি