
অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান মা হয়েছেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন এই নায়িকা। খবর আনন্দবাজার অনলাইনের।
জানা গেছে, নুসরাত এবং তার সন্তান দুজনেই সুস্থ রয়েছে। নুসরাতের ইচ্ছে অনুসারে মা হওয়ার পুরো সময়েই যশ তার সঙ্গী ছিলেন। নায়িকার ঘনিষ্ঠসূত্রে জানা যায়, এই সন্তানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত।
এর আগে নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়া প্রসঙ্গে নিখিল ভারতীয় গণমাধ্যমকে বলেন, আমি এই বিষয়ে কিছুই জানি না। নুসরাতের সঙ্গে দীর্ঘদিন আমার কোনও সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই সন্তান আমার নয়।
রেডিওটুডে নিউজ/জেএফ