
বলিউড তারকারা কখন কোন মেজাজে থাকেন তা বোঝা খুব কঠিন। এমনিতেই বলিউডের তারকাদের বদমেজাজের গল্প কম শোনা যায় না। শুক্রবার (২৭ জানুয়ারি) ঠিক এমন এক কাণ্ডই করলেন রণবীর কাপূর।
অভিনেতাকে দেখামাত্র সেলফি তোলার আবদার করে বসেন এক ভক্ত। প্রথমবার ছবি তোলার পর ফের দ্বিতীয় বারও আবদার করেন সেই ভক্ত। তাকে নিরাশ না করে হাসিমুখে ছবিও তোলেন অভিনেতা। তারপরই আচমকা সেই ভক্তের ফোন দেখতে চেয়ে হাতে নিয়ে পিছনে ছুড়ে ফেলে দেন রণবীর।
এরপরই মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে। অভিনেতার এমন রূপ দেখে নিন্দার ঝড় নেটমাধ্যমে। ‘
বলিপাড়ার শান্ত স্বভাবের অভিনেতাদের অন্যতম রণবীর। তবে তার এমন ব্যবহারে তাজ্জব সবাই। কেউ বলেছেন, ‘নিশ্চয়ই মজা করছিলেন রণবীর।’ কারও ধারণা, এটি রণবীরের নতুন ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির প্রচারের কোনও কৌশলের অঙ্গ।
রণবীরের এমন ব্যবহারে অপ্রতাশিত সবার কাছেই। অভিনেতাকে নিয়ে নিন্দার ঝড় নেটমাধ্যমে। অভিনেতার স্ত্রী আলিয়া ভট্টের উদ্দেশেও কেউ লেখেন, ‘স্বামীকে কিছু শিখিয়ে-পড়িয়ে পাঠাতে পারেন তো।’ কেউ লিখেছেন ‘অসম্ভব বদমেজাজি তো।’
কিন্তু কী কারণে আচমকা এমন ব্যবহার করলেন, এ বিষয়ে মুখ খোলননি রণবীর।
রেডিওটুডে/এমএমএইচ