বৃহস্পতিবার,

৩০ মার্চ ২০২৩,

১৬ চৈত্র ১৪২৯

বৃহস্পতিবার,

৩০ মার্চ ২০২৩,

১৬ চৈত্র ১৪২৯

Radio Today News
bangas biscuit

অস্কারের সেরা ছবি `এভরিথিং এভরিহোয়ার অল এট ওয়ান্স`

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৬, ১৩ মার্চ ২০২৩

আপডেট: ০৯:৫৯, ১৩ মার্চ ২০২৩

অস্কারের সেরা ছবি `এভরিথিং এভরিহোয়ার অল এট ওয়ান্স`

ছবিটির পোস্টার

এবারের অস্কারে সেরা ছবি হিসেবে পুরস্কার জিতে নিয়েছে 'এভরিথিং এভরিহোয়ার অল এট ওয়ান্স' ছবিটি। বিশ্বের কয়েকশ ছবিকে পেছনে ফেলে এই জিতেছে সেরার পুরস্কার। বেশ কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে এই ছবিটি।

অস্কারের এবারের সেরা ছবি `এভরিথিং এভরিহোয়ার অল এট ওয়ান্স`

সেরা পার্শ্ব অভিনেত্রী-সেরা পার্শ্ব অভিনেতা ক্যাটাগরিতে পুরস্কার পাওয়ার পর সেরা অভিনেত্রী এবং অরিজিনাল স্ক্রিন প্লের শ্রেষ্ঠত্ব জিতে নেয় ছবিটি।

অরিজিনাল স্ক্রিনপ্লে হচ্ছে এমন একটি গল্প যা আগে কখনো লেখা হয়নি বা কোনো গল্প বা উপন্যাসের সাহায্য নেওয়া হয়নি। সম্পূর্ণ নতুন ধারণা ও গল্পকেই মূলত অরিজিনাল স্ক্রিনপ্লে বলা হয়। অর্থাৎ সম্পূর্ণ নতুন একটি গল্পের উপর ভিত্তি করে নির্মিত ছবিটিই এবার সেরা ছবি হিসেবে নির্বাচিত হলো।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের